ঢাকারবিবার , ৭ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

নাঈমের জন্য দোয়া চাইলেন শাবনাজ

Arifuzman Arif
নভেম্বর ৭, ২০২১ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম।

শনিবার (৬ অক্টোবর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়েছে।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান আজ রোববার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতকাল রাতে নাঈম ভাইয়ের বাইপাস অপারেশন হয়েছে। এখন ভালো আছেন তিনি। সবাই তার জন্য দোয়া করবেন।’

নাঈম ও তার স্ত্রী অভিনেত্রী শাবনাজের যৌথ ফেসবুকে পেজ থেকে হাসপাতালে তোলা নাঈমের একটি ছবি পোস্ট করে স্ট‌্যাটাস দিয়েছেন। সবার কাছে দোয়া চেয়ে তাতে লিখেন, ‘আপনাদের সবার প্রিয় নাঈম ভাইয়ের গতকাল (৬ নভেম্বর) রাতে বাইপাস অপারেশন হয়েছে।

আল্লাহর অশেষ রহমতে এখন ভালো আছেন। আপনারা সবাই নাঈমের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের নেক হেদায়েত দান করুন।’

খ্যাতিমান পরিচালক এহতেশামুর রহমান পরিচালিত ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে ১৯৯১ সালে নাঈমের চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। চিত্রনায়িকা শাবনাজ তার স্ত্রী। তাদের দুই কন্যা সন্তান আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।