দিনের আলোয় বেশি কাজ করার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বছরের প্রায় ছয় মাস ঘড়ির কাটা এক ঘণ্টা এগিয়ে নেয়া হয়।
আবার বাকি প্রায় ছয় মাস আগের সময়ে ফিরে যাওয়া হয়। ৭ নভেম্বর রবিবার আবার এক ঘণ্টা পিছিয়ে আগের জায়গায় ফিরে গিয়েছে যুক্তরাষ্ট্রের ঘড়ির কাটা।
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছরের মার্চের দ্বিতীয় সপ্তাহের রবিবার রাত ১টাকে ২টাতে এগিয়ে নিতে হয়। অফিস-আদালতসহ সব ধরনের কর্মকাণ্ড নভেম্বর পর্যন্ত এই সময় অনুযায়ী চলে।
আবার নভেম্বর মাসের প্রথম রবিবার রাতে ঘড়ির কাটা আগের জায়গায় ফিরে যায়। অর্থ্যাৎ রাত ২টাকে ১টাতে পিছিয়ে নিতে হয়। খবর নর্থ জার্সি ডট কমের।
ডেলাইট সেভিং টাইম কী?
ডেলাইট সেভিং টাইম (ডিএসটি) হল গ্রীষ্মের মাসগুলোতে ঘড়িকে স্ট্যান্ডার্ড টাইম থেকে এক ঘণ্টা এগিয়ে নিয়ে যাওয়া এবং শরৎকালে আবার তা পরিবর্তন করা। এর অন্যতম উদ্দেশ্য হলো দিনের আলোর বেশি ব্যবহার।
গ্রীষ্মে ঘড়ির কাটা এক ঘণ্টা এগিয়ে নিলে সন্ধ্যায় আরও বেশি দিনের আলো পাওয়া যায়। অপরদিকে শরৎকালে এক ঘণ্টা আবার পিছিয়ে নিলে সকালে দিনের আলো বেশিক্ষণ পাওয়া যায়। যদিও এই ধারণা নিয়ে অনেক তর্ক-বিতর্ক রয়েছে। তারপরও এটি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসছে।