
তারকা জীবন মানেই সাধারণ মানুষের কাটাছেঁড়া, সমালোচনা, কটূক্তি, সবটাই যেন অঙ্গ।
সাংসদ, তারকা নুসরাত জাহানের ব্যক্তিগত জীবন ঘিরে দেদার সমালোচনা তো নেট নাগরিকদের চলেই। কিন্তু সব সরিয়ে আপাতত চুটিয়ে জীবন উপভোগ করছেন অভিনেত্রী।
শুটিংয়ের জন্য সম্প্রতি কাশ্মীরে পাড়ি দিয়েছিলেন নুসরাত জাহান। সেখানেই যে ছোটখাটো ‘মধুচন্দ্রিমা’ সেরে নিয়েছেন যশ দাশগুপ্ত ও নুসরাত।
সেখান থেকে ফিরেই শুরু হয়েছে ‘জয় কালী কলকাত্তাওয়ালি’র শুটিং। সেটে বসেই সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন নায়িকা। মুখ খুললেন ব্যক্তিগত জীবন নিয়েও।
বাবা হিসেবে যশ দাশগুপ্ত কেমন, এ বিষয়ে ভূয়সী প্রশংসা করলেন নুসরাত। জানালেন, ‘আমি মা হওয়ার পর থেকে সবটাই স্মুদলি সামলাতে পারি, কারণ যশ আমার পাশে আছে।
যখন আমি শুটিংয়ে ব্যস্ত, তখন ও ঈশানকে সামলায়। আবার ও যখন শুটিংয়ে থাকে, তখন আমি থাকি ঈশানের কাছে। ও ভীষণ কেয়ারিং। যদি ১০-এর মধ্যে ওকে নম্বর দিতে বলা হয়, তাহলে আমি ১১ দেবে যশকে।
ঈশানের জন্মের পর এখনও একরাত্রির কোনও ছবি প্রকাশ করেননি তিনি। কিন্তু কেন? নুসরাতের বক্তব্য, অনেক তারকাই শিশুর জন্মের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি শেয়ার করেন।
সমস্ত ব্যক্তিগত এবং বিশেষ মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। কিন্তু কাউকেই সমালোচনা করতে নারাজ নুসরাত। জানালেন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আপাতত ঈশানকে দূরে রাখতে চান তিনি।