শুধু জেলা-উপজেলাই নয়, শিল্প এলাকাগুলোতেও বিশেষ ফায়ার স্টেশন নির্মানের কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন শেষে এ কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, ফায়ার সার্ভিসও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে। বাহিনীটিকে আরো কর্মক্ষম করতে এক হাজারেরও বেশি কর্মীকে দেশের বাইরে থেকে প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে বলে জানান আসাদুজ্জামান খান কামাল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।