ঢাকাবৃহস্পতিবার , ৪ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

প্রদীপ জ্বালিয়ে গিনেস বুকে নাম লেখালো অযোধ্যা

Arifuzman Arif
নভেম্বর ৪, ২০২১ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

ভারতের উত্তরপ্রদেশের শহর অযোধ্যা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে।

দীপাবলী উৎসব উপলক্ষ্যে ৯ লাখেরও বেশি মাটির প্রদীপ জ্বেলে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন রাজ্যটি।

বুধবার শহরটির পাশ দিয়ে বয়ে যাওয়া সরযু নদীর তীরে জ্বালানো হয়েছিল মোট ৯ লাখ ৪১ হাজার ৫৫১টি প্রদীপ।

একটি জায়গায় এত সংখ্যক মাটির প্রদীপ আগে কখনও কোথাও জ্বলেনি। এ কারণেই গিনেসের রেকর্ডবুকে নাম উঠেছে অযোধ্যার।

নতুন এই রেকর্ডের সংবাদ বুধবারই জানিয়েছে উত্তরপ্রদেশ রাজ্যের তথ্য ও সম্প্রচার দফতর। গিনেস কর্তৃপক্ষ রেকর্ডের একটি সার্টিফিকেট বা শংসাপত্রও দিয়েছে।

সরযু নদীর তীর ছাড়াও অযোধ্যার বিভিন্ন এলাকায় আরও ৩ লাখ মাটির প্রদীপ জ্বালানো হয়েছিল বুধবার। সরযূর তীরে অনুষ্ঠানে বুধবার উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যো‌গী আদিত্যনাথ। ১২ হাজার স্বেচ্ছাসেবক প্রদীপ জ্বালানোর কাজে হাত লাগিয়েছিলেন।

এসময়, নদীর রাম কি পেড়ি ঘাটে লেজার শোয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল রামায়ণের বিভিন্ন দৃশ্য। সব মিলিয়ে দীপাবলির প্রাক্কালে নতুন রেকর্ডের সাক্ষী হয়ে থাকল অযোধ্যা, হিন্দুদের পবিত্র গ্রন্থ রামায়নে যে স্থানকে বলা হয়েছে ‘রাম জন্মভূমি’।সূত্র: আনন্দবাজার, এএনআই

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।