নাজমুল হক মণি নরসিংদী।।নরসিংদীর ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে ফরহাদ হোসেন পাঞ্জাবি প্রতীক নিয়ে বেসরকারী ভাবে জয়লাভ করেছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৮নং ওয়ার্ডের কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সকাল থেকে শত শত নারী পুরুষ সারিবদ্ধ ভাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে জেলা, উপজেলা প্রশাসন, নির্বাচন কমিশন ও থানা পুলিশের পক্ষ থেকে সকল প্রস্তুতির পাশাপাশি নিরাপত্তার চাদরে ঢাকা ছিল পুরো পৌরসভা। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় এবং ভোটাররা নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দিতে পারে
এ জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সার্বক্ষণিক মাঠে বিজিবি, র্যাব, গোয়েন্দা সংস্থার সদস্য ও আনসার সদস্যসহ পুলিশের পাশাপাশি মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী কাজে সার্বক্ষনিক টহলে নিয়োজিত ছিলেন।
পৌরসভা নির্বাচনে নরসিংদীর ঘোড়াশাল পৌর সভার ৮ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে সব সময়ই ছিলেন, ফরহাদ হোসেন (এমবিএ) । তিনি মরহুম মুক্তিযুদ্ধা কমান্ডার আবদুল মান্নান এর ছোট ছেলে। এরই মধ্যে নিজের আচার-আচরণ, কথা-বার্তা, জনসেবা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে তিনি নিজ এলাকাসহ আশপাশের এলাকার মানুষদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
নবনির্বাচিত ফরহাদ হোসেন জানান, আমি পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি।
পাশাপাশি আমার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতায় আমাকে পৌর নির্বাচনে কাউন্সিলর হিসেবে বিজয়ী করেছে।
আমি ৮নং ওয়ার্ডকে ঘোড়াশাল পৌরসভার ওয়ার্ড গুলোর মধ্যে সেরা রোল মডেল ওয়ার্ড হিসেবে উপহার দেব, ইনশাআল্লাহ। আমার স্বপ্ন- এলাকা বাসীর সেবা করা ও সুখে-দুঃখে তাদের পাশে থাকা। আমাকে বিজয়ী করার জন্য ৮নং ওয়ার্ডের জনগণের প্রতি দোয়া, শ্রদ্ধা, ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ সহ সকলের মঙ্গল কামনা করছি।