কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।সিরাজগঞ্জের রতনকান্দিতে যথাযথ মর্যাদায় জেলহত্যা দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে রতনকান্দি ইউনিয়নের সিমান্ত বাজার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্মৃতি কল্যাণ পরিষদ ও ইউনিয়ন আওয়ামীলীগ দলীয় কার্যালয় এর শুভ উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শহীদ এম মনসুর আলীর দোহিত্র, সিরাজগঞ্জ ১ সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।
পরে দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগ, ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ানের সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাষ্টারের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি তানভীর শাকিল জয়।
প্রধান অতিথি সহ সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে ৩রা নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ও প্রয়াত মোহাম্মদ নাসিমের রুহের মাগফেরাত কামনা দোয়া অনুষ্ঠিত হয়েছে।।
এর আগে ০১নং রতনকান্দি ইউনিয়নের ০১ ওয়ার্ডের মহিষামুড়া চৌরআস্তা বাজারে শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, কুড়িপাড়া কলেজের শিক্ষক, শিক্ষার্থী গন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য গোলাম রব্বানী তালুকদার , কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর কবীর, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, মনসুর আলী পরিবারের সদস্য হেলাল উদ্দিন সরকার।কাজিপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, রতনকান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ভুট্টো।কাজিপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, রতনকান্দি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আবির তালুকদার।কাজিপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি রাজু আহমেদ, রতনকান্দি ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আঃ আলীম, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম বাবু প্রমুখ।