মাসুদ রানা,মোংলা।।মোংলা থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার পৌর শহরের সিঙ্গাপুর মার্কেট সংলগ্ন এলাকা থেকে ৪০ গ্রাম গাঁজাসহ কাশেম শিকদার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে।
আটকৃত ব্যাক্তি মোংলা পৌর শহর এর আরজি মাকড়ঢোন এলাকার মৃত মুনসুর আলি শিকদারের ছেলে।
মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, মোংলা থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মোংলায় পৌর শহরের সিঙ্গাপুর মার্কেট সংলগ্ন এলাকা হতে ৪০ গ্রাম গাঁজাসহ এ এস আই রাসেল রানা তাকে আটক করে।
আসামীর নামে মাদকদ্রব্য আইনে মামলা রজু করে আজ বুুধবার (৩ নভেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।