
চলতি বিশ্বকাপের পরই ভারতের টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বিরাট কোহলি। এ ঘোষণা বেশ আগেই দিয়েছেন তিনি। তাই ভক্ত আশা করেছিলেন অধিনায়ক কোহলির বিদায়ী বিশ্বকাপে দারুণ কিছুই করে দেখাবে ভারত। কিন্তু এরইমধ্যে হয়েছে উল্টোটা।
টানা দুই ম্যাচ হেরে এখন সুপার টুয়েলভ পর্ব থেকেই দলটির জেগেছে বিদায়ের শঙ্কা। ব্যাপারটি ভারতীয় ক্রিকেট বোর্ডের পছন্দ না হওয়াটাই স্বাভাবিক। এ কারণে নাকি কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়ে রেখেছে বোর্ড। টি-টোয়েন্টি থেকে সরে আসার সিদ্ধান্ত তো কোহলি নিজেই নিয়ে রেখেছেন। এবার ওয়ানডে অধিনায়কত্বও নাকি তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে।
টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়লেও কোহলির ইচ্ছা আছে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের দায়িত্ব ধরে রাখার । কিন্তু বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, বোর্ড তার সে ইচ্ছা পূরণ করতে রাজি নয়।
বোর্ডের এক সূত্র জানিয়েছে, ‘বোর্ড খুব অসন্তুষ্ট। বিরাটের ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে খুব বড় রকমের প্রশ্ন আছে। কিন্তু এখনো তিন ম্যাচ বাকি এবং যদি ভারত কোনোভাবে ঘুরে দাঁড়ায় ও পরের পর্বে উঠে যায়, তাহলে সবকিছু বদলে যেতে পারে। কিন্তু এখন যদি আমাকে বা অন্য কাউকে জিগ্যেস করেন, ওয়ানডে অধিনায়ক হিসেবে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আছে।
কোহলির জায়গায় তাহলে ওয়ানডে নেতৃত্বে কি আসবেন রোহিত শর্মা। যদিও এ প্রশ্নের সঠিক কোন উত্তর দিতে পারেনি বোর্ডেও ঐ সূত্র,‘এখনো কারও নাম বলার সময় হয়নি।
বিশ্বকাপ আগে শেষ হতে দিন। রাহুল দ্রাবিড় হয়তো দলের কোচ হিসেবে যোগ দিতে পারে। এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা হবে। রোহিত না অন্য কেউ, নাকি বিরাটই চালিয়ে যাবেন, সবকিছুই পরে করা হবে। এমনও হতে পারে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে একজন অধিনায়ক ও টেস্টে একজন থাকবে।’
এখন পর্যন্ত কোহলির অধীন চারটি আইসিসির টুর্নামেন্টে খেলেছে ভারত। কিন্তু একবারও তার হাত ধরে দলটি পায়নি শিরোপারে দেখা। যে কারণে এ ডানহাতি ব্যাটসম্যানের নেতৃত্বে সন্তুষ্ট নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এজন্যই গুঞ্জন এবারই নাক ওয়ানডে নেতৃত্ব থেকে কোহলিকে অব্যহতি দেবে বিসিসিআই।