ঢাকাশনিবার , ৩০ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

সুদানে গণসমাবেশ করবে অভ্যুত্থানবিরোধীরা

Arifuzman Arif
অক্টোবর ৩০, ২০২১ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

সুদানের সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীরা জান্তা বাহিনীর ক্ষমতা দখলের বিরুদ্ধে শনিবার গণসমাবেশ করার পরিকল্পনা করছে।

এ অভ্যুত্থানের কারণে দেশটির বেসামরিক শাসনের ক্ষেত্রে উত্তরণের পথ বাধাগ্রস্ত হয় এবং ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। খবর এএফপি’র

এদিকে, সামরিক বাহিনী সুদানের ক্ষমতা গ্রহণ করায় আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ ধৈর্য প্রদর্শনের জন্য দেশটির সামরিক বাহিনীর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে।

জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান সোমবারের সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেন। তিনি সুদানের বেসামরিক নেতৃত্বাধীন সরকার ভেঙ্গে দিয়ে শীর্ষ স্থানীয় বেসামিরক কর্মকর্তাদের আটক করার নির্দেশ দেন এবং দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানায়, নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে কমপক্ষে আট বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১৭০ জন আহত হয়েছেন। তারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়্যার গ্যাস, সরাসরি গুলি ও রাবার বুলেট ছুড়লে এসব বিক্ষোভকারী হতাহত হন।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা গণতন্ত্রপন্থি অনেক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে।

অন্যদিকে, শনিবারের গণসমাবেশের প্রাক্কালে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এ অভ্যুত্থানে ২০ থেকে ৩০ জন প্রাণ হারিয়েছেন বলে জানান। আর এ সমাবেশ হবে সুদানের সামরিক বাহিনীর জন্য একটি কঠিন পরীক্ষা।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ-সমাবেশের ব্যাপারে নাগরিকদের অধিকারের প্রতি পুরোপুরি সম্মান জানাতে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা চালানো থেকে বিরত থাকতে নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।