
কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি। সিরাজগঞ্জের ১নং রতনকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মহিষামুড়া মাদ্রাসা মাঠে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সাবেক প্রধানমন্ত্রী শহীদ এম মনসুর আলীর দোহিত্র, জাতীয় নেতা প্রয়াত মোহাম্মদ নাসিমের যোগ্য সন্তান সাংসদ তানভীর শাকিল জয়কে ফুলেল শুভেচছা জানান নবনির্বাচিত বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকার মাঝি দ্বিতীয় বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন।
শনিবার (৩০অক্টোবর) বাদ আসর মহিষামুড়া মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য গোলাম রব্বানী তালুকদার, রতনকান্দি ইউপি এর দ্বিতীয় বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন, শহীদ এম মনসুর আলী পরিবারের সদস্য হেলাল উদ্দিন সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ভুট্টো, ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা, ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম বাবুপ্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন শুভগাছা ইউপি চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান খোকা, সোনামুখি ইউপি চেয়ারম্যান শাজাহান আলী, শহীদ এম মনসুর আলী পরিবারের সদস্য গোলাম কিবরিয়া স্বপন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার, সহ-প্রচার সম্পাদক শওকত আকবর। কাজিপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী, আসলাম। কাজিপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল নেতৃবৃন্দ প্রমুখ