শাহারিয়ার হুসাইন।।পুলিশ জনতা,জনতাই পুলিশ। “মুজিব বর্ষে পুলিশ নীতি,জনসসেবা আর সম্প্রতি” এই শ্লোগানকে সামনে শার্শা থানা পুলিশের আয়োজনে”কমিউনিটি পুলিশিং ডে-২০২১”অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শার্শা থানা পুলিশ ও কমিউনিটি পুলিশের সমন্বয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক পুলিশ কমিউনিটির শার্শার সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল,সাধারন সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, শার্শা থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম,উলাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক,বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক, চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহারব হোসেন।