
বেত্রাবতী ডেস্ক।।শার্শার বাগআঁচড়ায় ১শ বোতল ফেন্সিডিল ও ইজিবাইক সহ মিলন হোসেন (৩০) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
আটক মিলন হোসেন বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামের আলাউদ্দীন আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ৩০শে অক্টোবর (শনিবার) গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর এ এস আই ফিরোজ আহম্মেদের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালানা করে উপজেলার বাগআঁচড়া সাতমাইল গোগা সড়কের বসতপুর বাজারস্থ রফিকুল ইসলামের সেবা ক্লিনিকের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ১শ বোতল ফেন্সিডিল ও ইজিবাইক সহ মিলন হোসেন কে আটক করা হয়েছে।
এব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফরিদ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শার্শা থানায় মাদক আইনে মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।