মাসুদ রানা,মোংলা।।মোংলায় মাদক বিরোধী অভিযানে গাজা সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মোংলা থানা পুলিশ।
শনিবার (৩০ অক্টোবর) আনুমানিক সকাল ১০টায় মোংলা থানার কুমারখালী এলাকা হতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আঃ রহমান এর ছেলে আবুল বাশার (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় মোংলা থানা পুলিশ।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এক মাদক ব্যবসায়ী গাঁজাসহ কুমারখালী এলাকায় অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১ কেজি গাঁজাসহ আবুল বাশারকে আটক করে মোংলা থানার এ এ সআই রাসেল রানা।
দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে মোংলা বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
তার বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি মনিরুল ইসলাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।