ঢাকাশনিবার , ৩০ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ৩১ মণ ওজনের কুমড়াটি

Arifuzman Arif
অক্টোবর ৩০, ২০২১ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

একটি কুমড়া, ওজন প্রায় ৩১ মণ। বিশ্বের সবচেয়ে বেশি ওজনের কুমড়া হিসেবে এটি জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। ইতালির স্তেফানো কাতরুপি নামের এক কৃষক তার খেতে এই কুমড়া ফলিয়েছেন।

শুক্রবার (২৯ অক্টোবর) গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে বলা হয়েছে, স্তেফানোর কুমড়াটির ওজন ২ হাজার ৭০২ পাউন্ড বা ১ হাজার ২২৬ কেজি, যা প্রায় ৩১ মণ! এর আগে সবচেয়ে বেশি ওজনের কুমড়াটি ছিল ২ হাজার ৬২৪ পাউন্ডের।

বেলজিয়ামের কৃষক ম্যাথিয়াস উইলিয়েমজিনস ওই কুমড়া উৎপাদন করে ২০১৬ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছিলেন।

ইতালির মধ্যাঞ্চল তুসকানির চিয়ান্তির রাদ্দা পৌর এলাকার বাসিন্দা স্তেফানো কাতরুপি এবার নিজের কুমড়ার খেতে বিশাল বড় বড় কুমড়া ফলিয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ইতালির শহর পিসার কাছে পেকিওলিতে কুমড়া উৎসবে সেই কুমড়াগুলো প্রদর্শনের জন্য নিয়ে আসেন স্তেফানো। সেই কুমড়াগুলোর একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয়।

স্তেফানো কাতরুপি ২০০৮ সাল থেকে বিশাল বড় বড় কুমড়া উৎপাদন করে আসছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, স্তেফানোর কুমড়াটি দেখতে ওই উৎসবে হাজির হন গ্রেট পামকিন কমনওয়েলথের প্রতিনিধিরা।

বিশাল আকৃতির কুমড়াটি দেখে তারা নিশ্চিত হন, এটি প্রতিযোগিতার জন্য বেশ মানানসই। এরপর শুরু হয় মাপজোখ। উৎসবে ওঠা সব কুমড়াকে পেছনে ফেলে স্তেফানোর কুমড়াটি সবচেয়ে বেশি ওজনের কুমড়া হিসেবে স্বীকৃতি পায়। উৎসবে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ ওজনের কুমড়া দুটিও স্তেফানোর। ওই দুটি কুমড়ার ওজন যথাক্রমে ৯৭৮ দশমিক ৯৯ কেজি ও ৭৯৪ দশমিক ৫১ কেজি। পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ সবচেয়ে বেশি ওজনের কুমড়া হিসেবে স্তেফানোর কুমড়াটিকে স্বীকৃতি দেয়।

ইতালির এই কৃষক গত মার্চে আটলান্টিক জায়ান্ট প্রজাতির কুমড়ার গাছ নিজ খেতে লাগান। সেই গাছে ধরা কুমড়ার আকার-আকৃতি দেখে গত জুলাইয়ে স্তেফানো আভাস দিয়েছিলেন, সবচেয়ে ওজনদার কুমড়ার রেকর্ড এবার তার ঘরেই আসছে। সেই আভাসই সত্য হলো।

প্রসঙ্গত, আনুষ্ঠানিকভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়ে খুবই উচ্ছ্বসিত কাতরুপি। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বেশি ওজনের কুমড়াটি আমার জমির- বিষয়টি জানার পর দারুণ উচ্ছ্বাসে চিৎকার শুরু করেছিলাম। এই আনন্দের রেশ এখনও কাটেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।