ঢাকাশুক্রবার , ২৯ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

টিকা পেতে স্কুল শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপে নিবন্ধনের নির্দেশ

Arifuzman Arif
অক্টোবর ২৯, ২০২১ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

করোনা টিকা পেতে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের অনলাইনে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ গোলাম ফারুকের সই করা নির্দেশনায় বলা হয়, ঢাকা মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকার জন্য প্রতিষ্ঠান থেকে যে তথ্য পাওয়া গেছে এর মধ্যে সঠিক তথ্য সুরক্ষা ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

শিক্ষার্থীদের জন্মনিবন্ধন নম্বর দিয়ে surokkha.gov.bdl রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

অফিস আদেশে কেন্দ্র নির্বাচনের বিষয়ে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন’ এবং টিকা নেওয়ার কেন্দ্র হিসেবে ‘ঢাকা স্কুল কেন্দ্র (উত্তর)’ নির্বাচন করবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’ এবং টিকা নেওয়ার কেন্দ্র হিসেবে ‘ঢাকা স্কুল কেন্দ্র (দক্ষিণ)’ নির্বাচন করবে।

আরও বলা হয়, রেজিস্ট্রেশনের সময় দেওয়া মোবাইল ফোনে টিকা নেওয়ার তারিখ জানাতে এসএমএস দেওয়া হবে। সংশ্লিষ্ট কোন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা টিকা নেবে তা পরবর্তীতে জানানো হবে।

অফিস আদেশে বলা হয়, তথ্যানুযায়ী কোনো শিক্ষার্থী সুরক্ষা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে না পারলে তাদের সঠিক তথ্য আগের নির্দেশনা অনুযায়ী ফরম্যাটে এক্সেল ফাইলে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাঠাতে হবে।

জন্মনিবন্ধন নম্বর টেক্সট ফরম্যাটে এবং এক্সেল শিটে নির্ধারিত তারিখের ফরম্যাট অনুযায়ী (yyyy-mm-dd) ইমেইলে (student.vaccination2021@gmail.com) পাঠাতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।