মাল্টিপল মাইলোমা নামক এক ধরনের ক্যানসারে আক্রান্ত হয়ে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার সহিদার রহমান (৫৭) মারা গেছেন।
শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার গ্রামের বাড়ি রংপুর জেলার কাউনিয়া থানার উদয় নারায়ন মাতৃহাড়ি গ্রামে।
তিনি ১৯৮৯ সালের ৭ আগস্ট আউটসাইড ক্যাডেট হিসেবে সাব ইন্সপেক্টর (এসআই) পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন। ২০২০ সালের ৩ জুন থেকে র্যাব-১৩, রংপুরে কর্মরত ছিলেন তিনি।
আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।