ঢাকাশুক্রবার , ২৯ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত-৯৫

Arifuzman Arif
অক্টোবর ২৯, ২০২১ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ৯৫ হুতি বিদ্রোহী নিহত হয়েছেন। দেশটির মধ্যাঞ্চল মারিবের পাশের জুবা ও আল-কাসারাহ জেলায় ভয়াবহ বিমান হামলায় এই মুত্যুর ঘটনা ঘটে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সৌদি সামরিক জোট হামলা ও মৃত্যুর কথা জানিয়েছে।

সৌদি সামরিক জোট জানিয়েছে, ইয়েমেনের ওই জেলা দুটিতে ২৪ ঘণ্টায় মোট ২২ বার বিমান হামলা চালানো হয়।

এসব হামলায় ধ্বংস হয়েছে মোট ১১টি সামরিক যান।

মারিব থেকে ৫০ কিলোমিটার দক্ষিণের জেলা জুবা এবং ৩০ কিলোমিটার উত্তরের জেলা আল-কাসারায় ভয়াবহ এসব হামলা চালানো হয়।

সৌদি জোট গত কয়েক সপ্তাহ ধরে হামলা জোরদার করেছে। এর অংশ হিসেবেই এই দুই জেলায় হামলা চালানো হয়।

এদিকে হুতি বিদ্রোহীরা এ হামলার জবাবে পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি জানিয়েছে।

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জাজানে ওই হামলা চালানোর কথা জানিয়েছে বিদ্রোহী সংগঠনটি। তবে হুথি বিদ্রোহীদের এসব হামলা প্রতিহত করার দাবি করেছে সৌদি জোট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।