ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ৯৫ হুতি বিদ্রোহী নিহত হয়েছেন। দেশটির মধ্যাঞ্চল মারিবের পাশের জুবা ও আল-কাসারাহ জেলায় ভয়াবহ বিমান হামলায় এই মুত্যুর ঘটনা ঘটে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সৌদি সামরিক জোট হামলা ও মৃত্যুর কথা জানিয়েছে।
সৌদি সামরিক জোট জানিয়েছে, ইয়েমেনের ওই জেলা দুটিতে ২৪ ঘণ্টায় মোট ২২ বার বিমান হামলা চালানো হয়।
এসব হামলায় ধ্বংস হয়েছে মোট ১১টি সামরিক যান।
মারিব থেকে ৫০ কিলোমিটার দক্ষিণের জেলা জুবা এবং ৩০ কিলোমিটার উত্তরের জেলা আল-কাসারায় ভয়াবহ এসব হামলা চালানো হয়।
সৌদি জোট গত কয়েক সপ্তাহ ধরে হামলা জোরদার করেছে। এর অংশ হিসেবেই এই দুই জেলায় হামলা চালানো হয়।
এদিকে হুতি বিদ্রোহীরা এ হামলার জবাবে পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি জানিয়েছে।
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জাজানে ওই হামলা চালানোর কথা জানিয়েছে বিদ্রোহী সংগঠনটি। তবে হুথি বিদ্রোহীদের এসব হামলা প্রতিহত করার দাবি করেছে সৌদি জোট।