ঢাকাশুক্রবার , ২৯ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

অভিনেতা পুনীত রাজকুমার আর নেই

Arifuzman Arif
অক্টোবর ২৯, ২০২১ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকা পুনীত রাজকুমার মারা গেছেন। শুক্রবার (২৯ অক্টোবর) জিমে শরীরচর্চা করতে গিয়ে হৃদরোগে আক্তান্ত হন তিনি।

ভারতীয় সময় দুপুর ১২টার দিকে তাকে বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে ভর্তি করা হয়।

৪৬ বছর বয়সী এই অভিনেতার অকাল মৃত্যুর খবর প্রকাশ করেছে ভারতের বিনোদন ভিত্তিক গণমাধ্যম ফিল্ম ফেয়ার।

যদিও পরিবারের কোনো সদস্য বা মুখপাত্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

এর আগে, ভারতীয় গণমাধ্যম জানায়, ৪৫ বছর বয়সী অভিনেতার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল টিম। দ্রুতই হাসপাতাল কর্তৃপক্ষ বিস্তারিত আপডেট জানাবেন।

শিশু অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন পুনীত রাজকুমার। ১২টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন; পেয়েছেন ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

২০০২ সালে ‘আপ্পু’ সিনেমায় অভিনয় করে, কন্নড় সিনেমায় তুমুল জনপ্রিয়তা পান তিনি। প্রায় ২৯টি সিনেমায় অভিনয় করছেন পুনীত রাজকুমার। বর্তমানে তিনি কন্নড় চলচ্চিত্র জগতের সবচেয়ে দামি অভিনেতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।