একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু হবে আগামী ১৪ নভেম্বর। ওইদিন বিকেল ৪টায় সংসদের বৈঠক বসবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতা বলে এ অধিবেশন আহ্বান করেছেন।
বুধবার (২৭ অক্টোবর) সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাংবিধানিক বাধ্যবাধকতার এ অধিবেশন সংক্ষিপ্ত হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। এর আগে, সংসদের ১৪তম অধিবেশন গত ১৬ সেপ্টেম্বর শেষ হয়।
সংবিধানের বিধান মতে, সংসদের দুই অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2025 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.