ঢাকাবুধবার , ২৭ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনীকে ১৫টি ঘোড়া উপহার দিলো ভারত

Arifuzman Arif
অক্টোবর ২৭, ২০২১ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার স্বরুপ ১৫টি ঘোড়া পাঠিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ঘোড়াগুলো বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) বেলা ১০টায় ঘোড়াগুলো ভারতীয় সেনাবাহিনীর ৬টি গাড়িতে করে আনা হয় বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে।

এসময় বাংলাদেশ সেনাবাহিনীরও ৬টি গাড়ি নোম্যান্সল্যান্ড এলাকায় এসে ঘোড়াগুলো গ্রহণ করে।

ঘোড়া হস্তন্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- যশোর সেনানিবাসের কর্নেল মাজহার আল খোকন ও লে. কর্নেল আশরাফুল ইসলাম।

ভারতের পক্ষে ছিলেন কলকাতা সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মনমিথ সিং সবর ওয়াল। এ সময় বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র এডি সেলিম বলেন, ভারতের পশ্চিবঙ্গ রাজ্যের কলকাতা সেনানিবাস থেকে ঘোড়াগুলো বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসাবে দেয়া হয়।

কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বেলা ১টার দিকে ঘোড়াগুলো বেনাপোল চেকপোস্ট থেকে সেনাবাহিনীর কয়েকটি ট্রাকে করে সাভারে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগেও ভারতীয় সেনাবাহিনী কয়েক দফায় বাংলাদেশ সেনাবাহিনীকে ঘোড়া উপহার দিয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।