ঢাকাবুধবার , ২৭ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

পাটুরিয়ায় ফেরি উদ্ধারে কাজ করছে হামজা

Arifuzman Arif
অক্টোবর ২৭, ২০২১ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় আমানত শাহ নামে রো রো ফেরি তলা ফেটে ডুবে গেছে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়া ফেরিঘাটের ৫ নম্বর পন্টুনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কাজে অংশ নিয়েছে এবং ফেরি তীরে তুলতে উদ্ধারকারী জাহাজ হামজা কাজ শুরু করেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা শাখার উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সম্ভবত তলা ফেটে পানি প্রবেশ করায় ফেরিটি ডুবে গেছে, তবে এখনো কোনো হতাহতের খবর আমরা পাইনি।

ওই ফেরিতে পণ্য বোঝাই ১৭টি ট্রাক ও ৫টির মতো মোটরসাইকেল ছিল। তবে চালকরা সবাই তীরে উঠেছে।

এখন ফেরি ও যানবাহন উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ হামজা কাজ শুরু করেছে।

দুর্ঘটনাকবলিত ফেরি আমানত শাহর যাত্রী সুজন বলেন, ফেরি তীরে ভিড়ানোর পর দুই তিনটি ট্রাক নেমেছে তার পরই হঠাৎ ডুবতে থাকে ফেরি, ওই সময় আমরা অনেকেই ফেরি থেকে নেমে এসেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।