ঢাকামঙ্গলবার , ২৬ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

হাজারো মানুষের পাশে থাকেন শাহরুখ, তার পাশে কেউ নেই–সঞ্জয়

Arifuzman Arif
অক্টোবর ২৬, ২০২১ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বলিউড সুপারস্টার শাহরুখ খান। মানুষের দুঃসময়ে পাশে থাকেন।

করোনা মহামারির সময়ও ইন্ডাস্ট্রির মানুষের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু তার দুর্দিনে কেউ নেই। এমনটাই দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন নির্মাতা সঞ্জয় গুপ্তা।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি লিখেছেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রির হাজার হাজার মানুষকে চাকরি ও জীবিকা নির্বাহের সুযোগ দিয়েছেন এবং দিচ্ছেন শাহরুখ।

সিনেমা জগতের সকল বিপদে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু তার দুর্দিনে ইন্ডাস্ট্রির মানুষের নীরব ভূমিকা পালন লজ্জা ছাড়া আর কিছুই নয়।’

এরই মধ্যে সালমান খান, টুইঙ্কেল খান্না, হ্যানসাল মেহতা, স্বারা ভাস্কর, পূজা ভাট, মিকা সিংসহ অনেকেই শাহরুখের পক্ষে কথা বলেছেন। তবে বলিউডের বিরাট একটি অংশ এখনো বিষয়টি নিয়ে চুপ রয়েছেন।

গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়। এরপর গত ৭ অক্টোবর থেকে কারাবন্দি রয়েছেন শাহরুখপুত্র।

মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে রাখা হয়েছে তাকে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বোম্বে হাই কোর্টে তার জামিন শুনানি চলছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।