ঢাকামঙ্গলবার , ২৬ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

সুদানে ব্যাপক বিক্ষোভ

Arifuzman Arif
অক্টোবর ২৬, ২০২১ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

সুদানে সেনা অভ্যুত্থান বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা মঙ্গলবার রাজধানী খার্তুমের সড়কে ব্যারিকেড দিয়েছে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে।

সোমবার (২৫ অক্টোবর) অন্তর্বর্তী সরকারর প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদককে হটিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করে। সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদেরও গ্রেপ্তার করা হয়েছে।

এই ঘটনার পর পর সেনা অভ্যুত্থান বিরোধী মিছিলে নামে শত শত মানুষ।তাদের ওপর গুলি চালানো হয়। এতে সাত জন নিহত হয়।

মঙ্গলবার সেনাপ্রধান জেনারেল বুরহান জানিয়েছেন, নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী আব্দাল্লাকে তার বাসভবনে রাখা হয়েছে।

এরপর থেকে ক্ষমতা ভাগাভাগি নিয়ে বেসামরিক ও সামরিক নেতাদের মধ্যে নানামুখী দ্বন্দ্ব শুরু হয়।

আল-জাজিরা অনলাইন জানিয়েছে, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, খার্তুমের জুবা সড়কে সুদানিজ প্রফেশনালস অ্যাসোসিয়েশনের সদস্যরা বিক্ষোভ করছেন। রাস্তায় গাড়ির চাকা জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং বিক্ষোভকারীরা ব্যারিকেড দিচ্ছে।

এদিকে বিক্ষোভকারীদের ঠেকাতে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী। এছাড়া কিছু সড়ক, সেতু ও খার্তুম বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।