ঢাকামঙ্গলবার , ২৬ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

সপ্তায় ৫ দিন ফ্লাইট পরিচালনা করবে সিঙ্গাপুর এয়ারলাইন্স

Arifuzman Arif
অক্টোবর ২৬, ২০২১ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা থেকে সিঙ্গাপুর রুটে আগামী ২৮ অক্টোবর থেকে সপ্তায় পাঁচদিন ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স।

ফ্লাইটটি পরিচালনায় ব্যবহার করা হবে এয়ারবাস এ ৩৫০-৯০০ এয়ারক্রাফট। আর এ রুটে সর্বনিম্ন রিটার্ন ভাড়া ধরা হয়েছে ৩৮ হাজার ৪৫৮ টাকা।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সিঙ্গাপুর এয়ারলাইন্স থেকে এ তথ্য জানা গেছে।

সিঙ্গাপুর এয়ারলাইন্স থেকে জানানো হয়েছে— সপ্তায় রোববার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার এ রুটে ফ্লাইট চালাবে তারা।

রোববার, সোমবার ও শুক্রবারের ফ্লাইটগুলো ঢাকা থেকে রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে। পরদিন ভোরে স্থানীয় সময় ৪টা ৫০ মিনিটে সিঙ্গাপুর পৌঁছাবে ফ্লাইটটি।

এছাড়া মঙ্গলবার ও বৃহস্পতিবারের ফ্লাইটটি বাংলাদেশ সময় দুপুর ১টা ২০ মিনিটে ঢাকা ছাড়বে, বিকেল ৫টা ২৫ মিনিটে সিঙ্গাপুর পৌঁছাবে।

এর আগে করোনা ভাইরাসের সংক্রামণের কারণে প্রায় দেড় বছর ফ্লাইট বন্ধ ছিল। গত ২৬ অক্টোবর থেকে সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটি। তবে বাংলাদেশিদের সিঙ্গাপুরে প্রবেশের আগে টিকার পূর্ণ ডোজ নিতে হবে।

পাশাপাশি ফ্লাইটের ৭২ ঘণ্টা আগে করোনাভাইরাস শনাক্তের আরটি-পিসিআর টেস্ট করে নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে। দেশটিতে পৌঁছানোর পর সরকারি স্থাপনায় ১০ দিনের হোম কোয়ারেন্টাইন পালন করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।