বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মাদক মামলায় জামিন মেলেনি।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বম্বে হাই কোর্টে আরিয়ানের জামিন শুনানি ছিল। কিন্তু এদিন মুলতবি ঘোষণা করেন আদালত।
আগামীকাল দুপুরে এই শুনানির রায় দেওয়া হবে বলে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।
শাহরুখ পুত্রের হয়ে এদিন আদালতে লড়েছেন ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল মুকুল রাহাতগি। তিনি তার যুক্তিতে জানান, আরিয়ান এখনো অনেক ছোট। জেলের পরিবর্তে তাকে রিহ্যাব সেন্টারে পাঠানো উচিত।
গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়। গত ৭ অক্টোবর থেকে কারাবন্দি রয়েছেন শাহরুখপুত্র। শুরুতে কোভিড-১৯ পরীক্ষার পর কোয়ারেন্টাইন ব্যারাকে রাখা হলেও পরে সাধারণ বন্দিদের সঙ্গে থাকেন আরিয়ান। কারাগারে তার পরিচয় কয়েদি নম্বর ৯৫৬।