ঢাকামঙ্গলবার , ২৬ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেঁচে থাকতে বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয় দেখতে চেয়েছিলেন ওয়ামিস

Arifuzman Arif
অক্টোবর ২৬, ২০২১ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

যেকোন ফরম্যাটের বিশ্বকাপে এতোদিন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তবে এবার সেই ধারা ভেঙেছে দলটি।

গত রোববার এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাবর আজমের দল।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫বার দেখা হয়েছিল ভারত-পাকিস্তানের। যার সবকটিতেই জিতেছিল ভারত। নিজের ক্যারিয়ারেও ওয়াসিম আকরাম তিনবার ভারতের বিপক্ষে মুখোমুখি হয়েছিলেন বিশ্বকাপে। কোনোবারই পাননি জয়ের দেখা। এবার পাওয়ায় বেশ স্বস্তিতে আছেন তিনি।

ব্যাপারটি নিয়ে সাবেক এ তারকা বলেছেন,‘বেঁচে থাকতে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় দেখতে চেয়েছিলাম। তোমরা ইতিহাস রচনা করেছ। তবে সেটা এখন অতীত। আমি চাই পাকিস্তান তাদের পরবর্তী ম্যাচে মনোনিবেশ করুক। এটা অনেক দীর্ঘ বিশ্বকাপ।’

এবারের বিশ্বকাপের ট্রফিটা জিতুক পাকিস্তান। এটাই চাইছেন আকরাম, ‘তাদের ভারতের বিরুদ্ধে পারফরম্যান্স নিয়ে বলব এটা বিশ্বমানের পারফরম্যান্স ছিল। ঠাণ্ডা মাথায় স্কিলফুল একটা পারফরম্যান্স।

টস থেকে শুরু করে সবকিছুই পাকিস্তানের পক্ষে গিয়েছে। আমি চাইব এবার বিশ্বকাপের ট্রফি জয়টা তাদের লক্ষ্য হোক।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।