মাসুদ রানা,মোংলা।।মা ইলিশ সংরক্ষণের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মোংলার পশুর নদী, সুন্দরবন ও সাগরে মাছ ধরতে নেমেছেন উপকূলের জেলেরা।
সোমবার দিবাগত রাত ১২টার পর এ নিষেধাজ্ঞা শেষ হয়।
ফলে রাতেই মোংলার জেলেরা নদীতে জাল না ফেললেও মঙ্গলবার দুপুরের জোয়ারে জাল ফেলতে শুরু করেছেন। দিনে-রাতের দুই জোয়ারের সময় জেলেরা ইলিশের জাল ফেলে থাকেন।
মোংলায় প্রায় ২ হাজার ইলিশের জেলে রয়েছে। যার অধিকাংশই গত রাতে ও মঙ্গলবার ভোরে ইলিশ ধরতে গভীর সাগরে রওনা হয়ে গেছেন। বাকীরা জাল ধরছেন পশুর ও সুন্দরবনের বিভিন্ন নদীতে।
জাতীয় মৎস্যজীবি সমিতির মোংলা শাখার সভাপতি বিদ্যুৎ মন্ডল বলেন, মোংলায় প্রায় ১০ হাজার জেলে রয়েছেন। তারমধ্যে ২ হাজার রয়েছে ইলিশের জেলে।
এরমধ্যে অনেকেই বড় ও বেশি ইলিশ মাছের আশায় গত রাত থেকেই সাগরে রওনা হয়ে গেছেন। আর কেউ কেউ পশুর নদী ও সুন্দরবনে ইলিশ ধরতে নেমেছেন।
তিনি আরো বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু আগেও পশুর ও সুন্দরবনের নদীতে এখানকার জেলেরা তেমন কোন মাছ পায়নি। এখন দেখা যাক নিষেধাজ্ঞা শেষে কেমন মাছ পাওয়া যায়।