ঢাকামঙ্গলবার , ২৬ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

নিষেধাজ্ঞা শেষ হওয়ায় ইলিশ ধরতে নেমেছেন মোংলাসহ উপকূলের জেলেরা

Arifuzman Arif
অক্টোবর ২৬, ২০২১ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

মাসুদ রানা,মোংলা।।মা ইলিশ সংরক্ষণের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মোংলার পশুর নদী, সুন্দরবন ও সাগরে মাছ ধরতে নেমেছেন উপকূলের জেলেরা।

সোমবার দিবাগত রাত ১২টার পর এ নিষেধাজ্ঞা শেষ হয়।

ফলে রাতেই মোংলার জেলেরা নদীতে জাল না ফেললেও মঙ্গলবার দুপুরের জোয়ারে জাল ফেলতে শুরু করেছেন। দিনে-রাতের দুই জোয়ারের সময় জেলেরা ইলিশের জাল ফেলে থাকেন।

মোংলায় প্রায় ২ হাজার ইলিশের জেলে রয়েছে। যার অধিকাংশই গত রাতে ও মঙ্গলবার ভোরে ইলিশ ধরতে গভীর সাগরে রওনা হয়ে গেছেন। বাকীরা জাল ধরছেন পশুর ও সুন্দরবনের বিভিন্ন নদীতে।

জাতীয় মৎস্যজীবি সমিতির মোংলা শাখার সভাপতি বিদ্যুৎ মন্ডল বলেন, মোংলায় প্রায় ১০ হাজার জেলে রয়েছেন। তারমধ্যে ২ হাজার রয়েছে ইলিশের জেলে।

এরমধ্যে অনেকেই বড় ও বেশি ইলিশ মাছের আশায় গত রাত থেকেই সাগরে রওনা হয়ে গেছেন। আর কেউ কেউ পশুর নদী ও সুন্দরবনে ইলিশ ধরতে নেমেছেন।

তিনি আরো বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু আগেও পশুর ও সুন্দরবনের নদীতে এখানকার জেলেরা তেমন কোন মাছ পায়নি। এখন দেখা যাক নিষেধাজ্ঞা শেষে কেমন মাছ পাওয়া যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।