আতাউর রহমান।।কলারোয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশে দেশের বিভিন্ন স্থানে ঘটা প্রতিমা, পূজামন্ডপ, মন্দিরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী মানুষের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।
কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য বিএম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মদ স্বপন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল খায়ের, উপজেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দ্বীপ কুমার রায়, সংগঠনের নেতা উত্তম কুমার পাল, রনজিত কুমার ঘোষ, পরিতোষ কুমার পাল, সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, সিঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সাংবাদিক গোলাম রহমান, শেখ মোসলেম আহমেদ, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, এমএ সাজেদ, জাহাঙ্গীর আলম লিটন, তরিকুল ইসলাম প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক শিক্ষক দীপক শেঠ।