আতাউর রহমান।।রবিবার (২৪ অক্টোবর) বিকালে ইউনিয়নের বিট পুলিশিং কমিটি কর্তৃক আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষার্থে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ জনাব মীর খায়রুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর ), অতিরিক্ত দ্বায়িত্ব (সদর সার্কেল)সাতক্ষীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নব নির্বাচিত চেয়ারম্যান বেনজীর হেলাল, চেয়ারম্যান মনিরুল ইসলাম , বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের সকল সদস্য, কমিউনিটি পুলিশিং এর সভাপতি, বিভিন্ন মসজিদের ইমাম, পুরোহিত, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ সহ জাত, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে।
প্রধান অতিথি দল মত নির্বিশেষে সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে আহ্বান করেন এবং সাতক্ষীরা জেলায় যেকোনো ধরণের সাম্প্রদায়িক অপতৎপরতার বিরুদ্ধে হুশিয়ারি ও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের কথা নিশ্চিত করেন।
এছাড়াও তিনি সাম্প্রদায়িক অপশক্তি রুখতে নিয়মিতভাবে সোসাল মিডিয়া মনিটরিং হচ্ছে বলেও জানান।