বেশ ধকল সামলেই এবারের বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে দলটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা মতো দলকে।
তবে মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, প্রতিপক্ষ নিয়ে ভাবনা নেই তাদের।
বৃহস্পতিবার পাপুয়ানিউগিনির বিপক্ষে জয়ের পর মাহমুদউল্লাহ বলেন, ‘যে গ্রুপেই পড়ি, এটা নিয়ে ভাবনা নেই। ভালো খেলতে হবে এটাই মূল কথা।’
গ্রুপ রানার্সআপ হয়ে সুপার টুয়েলভে যাওয়ায় সূচি অনুযায়ী টানা খেলার ধকল সামলাতে হবে বাংলাদেশ দলকে। আগামী ২৪ অক্টোবর শারজা মাঠে নামবে বাংলাদেশ।
সুপার টুয়েলভে টাইগারদের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ২৭ অক্টোবর আবুধাবিতে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। ২৯ অক্টোবর একই মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচের পর ২ ও ৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।