ঢাকাবৃহস্পতিবার , ২১ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

অন্য ধর্মকে হেয় করতে পবিত্র কোরআন অবমাননা করা হয়েছে–প্রধানমন্ত্রী

Arifuzman Arif
অক্টোবর ২১, ২০২১ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

অন্য ধর্মকে হেয় করতে গিয়ে কুমিল্লায় পবিত্র কোরআনের অবমাননা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় জড়িত অপরাধীদের বিচার হবে বলে জানান প্রধানমন্ত্রী।

অসাম্প্রদায়িক বাংলাদেশে যার যার ধর্ম সে পালন করবে, কেউ অপরাধ করলে তার বিচার হবে। এসময় কুমিল্লার ঘটনার পর যাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে তাদের ঘরবাড়ি নির্মাণসহ সবধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) কুমিল্লা মহানগর আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় ভবন উদ্বোধন অনুষ্ঠান এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মানব ধর্মকে সম্মান করা সাথে সাথে অন্যের ধর্মকেও সম্মান করতে হয়ে। যার যার নিজের ধর্মের সম্মান তাকে নিতে হবে। বাংলাদেশে আমরা অসাম্প্রদায়িক ভাবে বসবাস করি। সবার সাথে সবার সম্পর্ক থাকবে।

বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের সশস্ত্র বাহিনীর সহ সকল শ্রেণি পেশার মানুষের উন্নয়নের জন্য আমরা কাজ করছি।

বাংলাদেশের ক্ষতি আর কেউ করতে পারবেনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনা দু:খজনক, অন্য ধর্মকে হেয় করতে গিয়ে কোরআন অবমাননা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।