ঢাকাবুধবার , ২০ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় এবার হচ্ছে না ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা

Arifuzman Arif
অক্টোবর ২০, ২০২১ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

দেশের বিভিন্ন জায়গায় মন্দিরসহ চাঁদপুর হাজীগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপে ভাংচুর, অগ্নিসংযোগ, নারী নির্যাতন এবং মানিক সাহার মুত্যুর প্রতিবাদসহ রংপুরে হামলা ও দুর্গাপূজার মণ্ডপে হামলার প্রতিবাদে মাগুরায় এবার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজার আনুষ্ঠানিকতা বাদ দিয়ে শুধুমাত্র ঘটপূজার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে এক সভায় মাগুরা শহরভিত্তিক কাত্যায়নী পূজা মণ্ডপ কমিটির নেতারা এ সিদ্ধান্তের কথা নিয়েছেন।

মাগুরা কাত্যায়নী পূজা উদযাপন কমিটির সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু একথা জানান।

তিনি বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণেই এবার মাগুরা জেলার কোথাও কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হবে না। আমরা শুধুমাত্র ঘটপূজা করবো। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মাগুরা জেলা নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মাগুরা জেলা সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু বলেন, দেশে যে অবস্থা বিরাজ করছে তাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার মাগুরা শহরসহ জেলার কোথাও কাত্যায়নী পূজার আনুষ্ঠানিকতা হবে না।

এবার দর্শণার্থীরা পূজা দেখা থেকে বঞ্চিত হবেন। এতে আমাদের মনে অনেক কষ্ট লাগলেও বাধ্য হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।

দেশের অন্যান্য স্থানের তুলনায় মাগুরায় সবচেয়ে জাঁকজমকপূর্ণভাবে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। দেশের বাইরে থেকেও অনেক দর্শনার্থী এই পূজা দেখতে আসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।