সম্প্রীতি নষ্টের চেষ্টায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৯ অক্টোবর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যত দ্রুত সম্ভব তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।
এসময় ধর্মীয় নেতাদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এছাড়া, ই কমার্স নীতিমালার মধ্যে আনতে মন্ত্রিপরিষদ বিভাগ কাজ করছে জানিয়ে সচিব বলেন দু এক মাসের মধ্যে সার্বিক স্বচ্ছতা আনা হবে। এদিকে, প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকলে সর্বোচ্চ ১০ বছর এবং সর্বনিম্ন ৩ বছর কারাদণ্ডের বিধান রেখে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন ২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।