ঢাকামঙ্গলবার , ১৯ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকীতে আনন্দ র‌্যালি উদযাপন

Arifuzman Arif
অক্টোবর ১৯, ২০২১ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

শিবলী সরকার রাজশাহী প্রতিনিধি।।রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। কর্মসূচি সমূহ হলো–

রাজশাহী সিটি কর্পোরেশন

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বর্ণাঢ্য ও ব্যতিক্রমী আয়োজনে শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

সকালে নগর ভবনে বঙ্গবন্ধু ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন মাননীয় মেয়র জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। পুষ্প স্তবক অর্পণ শেষে আলোচনা সভা ও দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর শিশুদের নিয়ে বেলুন ও পায়রা উড়ানো এবং জন্মদিনের কেক কাটেন মেয়র মহোদয়। এরপর মেয়রের নেতৃত্বে নগরীর বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে বের করা হয় বর্ণাল্য আনন্দ র‌্যালি।

র‌্যালিটি নগর ভবনের সামনে থেকে শুরু হয়ে শহীদ কামারুজ্জামান চত্বর ঘুরে পুনরায় নগরভবনের সামনে এসে শেষ হয়।

বিকেলে নগর ভবনে বঙ্গবন্ধু কর্ণার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে শতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

প্রত্যেককে একটি স্কুল ব্যাগ, একটি টিফিন বক্স ও ওয়াটার পট প্রদান করা হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় বর্ণিল আতশবাজি প্রদর্শন করা হয়।

রাসিক আয়োজিত কর্মসূচির মধ্যে আরো ছিল বাদ জোহর শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনা করে নগর ভবন ও সোনাদিঘি জামে মসজিদ সহ সকল মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে নগর ভবন আলোক সজ্জাকরণ ও ২টি ড্রপডাউন ব্যানার টাঙানো, নগরীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ৬টি ওভারহেড ব্যানার লাগানো এবং ৩০টি সাধারণ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ব্যানার প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।

রাজশাহী মহানগর আওয়ামী লীগ:

শেখ রাসেল দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচীসমূহের মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ১১টায় দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সকাল ১১.৩০টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ:

শেখ রাসেল দিবস উপলক্ষে বিকেলে ৯নং ওয়ার্ডবাসী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচ শতাধিক দুস্থ্য মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

পাঁচ শতাধিক মানুষের প্রত্যেককে ৫ কেজি চাল, ১ ডাল কেজি ও ১ লিটার তেল প্রদান করা হয়।

আদিবাসী ছাত্রীদের মাঝে বাই-সাইকেল বিতরণ: বিকেলে নগর ভবনে বঙ্গবন্ধু কর্ণারের সামনে শেখ রাসেল দিবস উপলক্ষে জনতা ব্যাংক কর্তৃক রাজশাহীতে ২০জন আদিবাসী কিশোরী ছাত্রীকে বাই-সাইকেল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রীদের হাতে বাই সাইকেল তুলে দেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

তালাইমারি শহীদ মিনারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: শেখ রাসেল দিবস উপলক্ষে দুপুরে তালামারী শহীদ মিনার চত্বরে বৃক্ষরোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন রাসিক মেয়র এ.এইচ. এম খায়রুজ্জামান লিটন।

এই কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ২০০টি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় রাজশাহী মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় কাউন্সিলরবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।