আসাদুজ্জামান নয়ন।।শার্শার বাগআঁচড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদের হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, আওয়ামীলীগ নেতা আবু তালেব সরদার, ইদ্রিস আলী বিশ্বাস, এবিএম আক্তার ফারুক, গাজী মুছা, আলমগীর কবির মেম্বর , কাদের গাজী, রবিউল ইসলাম, শুকুর আলী, ইদ্রিস আলী সাহাজী, আল আমিন খান, আব্দুল আজিজ সরদার, মুজিবুর রহমান, আলী আকবার, বাহার আলী, আয়ূব আলী, আব্দুল মন্নান, মোশাররফ হোসেন, গোলাম মোস্তফা মিস্ত্রি, রেজাউল হক রেজা, ইয়াকুব আলী, মোজাম গাজী মেম্বর, জিয়াউর রহমান মেম্বর, খায়রুল আলম দুষ্টু, সেলিম রেজা। বাগআঁচড়া ইউনিয়ন যুব লীগের সভাপতি আলি আহমেদ মেম্বর, সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগ নেতা মিজানুর রহমান, আব্দুল আলিম, আলমগীর কবীর, মাসুম, আমিনুর রহমান, আনোয়ার হোসেন, ছোট বাবু, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হুসাইন, স্বাধীন, জয় ও সামিউল সুমন সহ ওয়ার্ড থেকে আগত আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
সবশেষে জন্মদিনের কেক কাটা হয়।