ঢাকাসোমবার , ১৮ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল আর নেই

Arifuzman Arif
অক্টোবর ১৮, ২০২১ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর।

তিনি করোনাভাইরাস ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছিলেন। তবুও করোনা সংক্রমণেই তার মৃত্যু হয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএন প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

তার পরিবারের পক্ষ থেকে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানানো হয়েছে, করোনাভাইরাসে সংক্রমিত হয়ে যুক্তরাষ্ট্রের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু হয়েছে।

স্ট্যাটাসে আরও লিখেছে , ‘আমরা স্বনামধন্য ও প্রিয় একজন স্বামী, বাবা, দাদা এবং একজন মহান আমেরিকানকে হারিয়েছি। তিনি ভ্যাকসিনের দুটি ডোজই গ্রহণ করেছিলেন’।

কলিন পাওয়েল ছিলেন প্রথম আফ্রো-আমেরিকান, যিনি মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চীফ্‌স্‌ অফ স্টাফের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মূলত মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০১-২০০৯ সাল পর্যন্ত মার্কিন বৈদেশিক সম্পর্কের নীতি নির্ধারক ছিলেন এই কৃষ্ণাঙ্গ অভিজ্ঞত কূটনৈতিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।