ঢাকারবিবার , ১৭ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) নির্বাচন

Arifuzman Arif
অক্টোবর ১৭, ২০২১ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

মাসুদ রানা,মোংলা।।মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচন ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে। মোংলা বন্দর স্কুল এন্ড কলেজে বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

রোববার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটারা তাদের ভোটধিকার প্রয়োগ করবে।

বন্দর সৃষ্টির এই প্রথম তিনটি প্যানেলে দ্বি-বাষিক নির্বাচনে অংশ গ্রহন করেছেন প্রার্থীরা।

কর্মচারী সংঘ সিবিএ নির্বাচনে ১৩টি পদের অনুকুলে ৪৪ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। অনুষ্ঠিত নির্বাচনে ৮৪৩ জন ভোটার উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

দক্ষিানাঞ্চলের সর্ববৃহত্তম এ সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন। এসময় খুলনা শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মাদ মুসা, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাকরোজ্জামান, সদস্য মাসুদ উল্লাহ ও নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জানান, মোংলা বন্দর সিবিএ নির্বাচন অত্যান্ত সুন্দর আবাধ নিরেপক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে।

যারা এখানে ভোটার রয়েছে তারা উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখনও কোন প্রার্থীর কাছ থেকে কোন অভিযোগ বা কাউকেই অনিয়ম করার সুযোগ দেয়া হচ্ছেনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।