ঢাকারবিবার , ১৭ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Arifuzman Arif
অক্টোবর ১৭, ২০২১ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

মাসুদ রানা,মোংলা।।মোংলা উপজেলার কানাইনগর এলাকা থেকে নাম পরিচয়হীন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে চাদপাই ইউনিয়নের কানাইনহর চিলা- মোংলা মেইন সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, এটি রাস্তায় চলন্ত গাড়ীর সাথ ধাক্কায় বা সড়ক দুর্ঘটনায হতে পারে বলে জানায় স্থানীয়রা ও পুলিশ।

মোংলা থানার সোকেন্ড অফিসার একরামুল হক জানান, উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাইনমারী এলাকায় রবিবার ভোরে স্থানীয়রা রাস্তার পাশে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে সেখান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের চাঁদপাই বিট অফিসার হাদীউজ্জামান খাঁন বলেন, অজ্ঞাত এ লাশের মাথার বাম পাশের কানের উপরে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়রা বলেন, অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে গত রাতে সেখানে ঘুরাঘুরি করতে দেখা গেছে। সকালে দেখছি লাশ হয়ে পড়ে আছে পিচের রাস্তার পাশে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, রাস্তার উপর রয়েছে রক্তেও।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, শুনেছি লোকটি ভবঘুরে পাগল টাইপের। সে রাতের অন্ধকারে রাস্তার উপরে নসিমন-টমটমের আঘাতে মারা গিয়ে থাকতে পারে। তারপরও লাশের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।

ময়না তদন্ত ও স্থানীয়দের কাজ থেকে তার নাম পরিচয় নেয়ার চেস্টা করা হচ্ছে এবং কি কারনে তার মৃত্যু হয়েছে সে ব্যাপারেও তদন্ত চলছে বলে জানায় মোংলা থানার এ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।