ঢাকারবিবার , ১৭ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

Arifuzman Arif
অক্টোবর ১৭, ২০২১ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মখলেছুর রহমান বিশ্বাস (৫২) ওই গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে।

সাধুহাটী ইউনিয়নের বংকিরা পুলিশ ক্যাম্পের এএসআই নাসির উদ্দীন জানান, জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের লোকজন বিরোধে জড়িয়ে পড়ে। উভয়পক্ষ ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে একে অপরের প্রতি ঝাঁপিয়ে পড়লে উভয়পক্ষের পাঁচ-ছয়জন আহত হন।

তিনি আরো বলেন, চাচাতো ভাইয়ের ছেলে আলম ও সাইদুর রহমান কবরস্থানের পাশে বাড়ি করতে চাইলে মখলেছুর রহমান তাতে বাধা দেন ও প্রাচীর ভাঙচুর করেন।

মূলত এ নিয়ে দীর্ঘদিন ধরেই ওই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে ঝিনাইদহ সদর থানায় বহুবার সালিশও হয়েছে। শনিবার বাদ আসর তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং লাঠি ও ইটপাটকেলের আঘাতে মখলেছুর রহমান গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের স্বজন আনিছুর রহমান জানান, আহতাবস্থায় মখলেছুর রহমানকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ সোহেল রানা জানান, ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যুর ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।