
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি। টস জিতে বোলিং করছে স্বাগতিকরা। এর মধ্য দিয়ে বৈশ্বিক টুর্নামেন্টটির পর্দা উঠলো।
রবিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় ওমানের আল-আমিরাত স্টেডিয়ামে প্রথম রাউন্ডের ম্যাচটি শুরু হয়েছে। উভয় দলই ‘বি’ গ্রুপে রয়েছে।
এবছরই প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক এ টুর্নামেন্টটিতে খেলার যোগ্যতা অর্জন করেছে পাপুয়া নিউগিনি। ‘বি’ গ্রুপের বাকি দুই দল বাংলাদেশ ও স্কটল্যান্ড। রাত ৮টায় দিনের দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে মাঠে নামবে দেশ দুটি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।