ঢাকারবিবার , ১৭ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

টি টোয়েন্টি বিশ্বকাপ: আজ স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ

Arifuzman Arif
অক্টোবর ১৭, ২০২১ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ রবিবার (১৭ অক্টোবর) স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এ ম্যাচে সাকিব আল হাসানসহ বাংলাদেশের একাদশে ফিরতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদও।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচে খেলেননি সাকিব ও মাহমুদউল্লাহ। সাকিব ব্যস্ত ছিলেন আইপিএল খেলায়। আর মাহমুদউল্লাহ খেলেননি চোট সংক্রান্ত কারণে। স্কটল্যান্ডের বিপক্ষে এই দুজনই ফিরতে যাচ্ছেন বাংলাদেশের একাদশে।

স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। লিটন দাসের সঙ্গে বাংলাদেশের ইনিংস ওপেন করতে পারেন সৌম্য সরকার। যদিও সৌম্যের সাম্প্রতিক ফর্মটা এত ভালো যাচ্ছে না।

আইপিএল খেলে আসায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে সাকিব আল হাসানকে নিয়ে শঙ্কা ছিলো। যদিও শনিবার মাহমুদউল্লাহ রিয়াদ সাকিবের খেলার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছিলেন। সাকিবের পাশাপাশি অফ ফর্মে থাকা মুশফিকুর রহিমের খেলার বিষয়টিও অনেকটা নিশ্চিত।

মাহমুদউল্লাহ রিয়াদ তো থাকছেনই, মিডল অর্ডারে আফিফ হোসেনের সঙ্গে দেখা যেতে পারে উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে। অলরাউন্ডার সাইফউদ্দিনেও ভরসা রাখতে পারেন রাসেল ডমিঙ্গো। পেসার হিসেবে মুস্তাফিজুর রহমাদের সঙ্গে দেখা যেতে পারে তাসকিন আহমেদকে। বাদ পড়তে পারেন শামিম হোসেন ও নাসুম আহমেদ।

শেষ দুই ম্যাচের হিসাবে স্কটল্যান্ডের জয়ের সম্ভাবনা বেশি হলেও বাংলাদেশকে এগিয়ে রাখতে হয় অন্য জায়গায়। লাল-সবুজের প্রতিনিধিরা এই মঞ্চের অভিজ্ঞ নাট্যকার। টাইগার বাহিনী ২০০৭ সাল থেকে এ যাবতকালের প্রত্যেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও স্কটল্যান্ড খেলেছে মাত্র তিন আসরে।

বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্য রাষ্ট্র। যেখানে স্কটল্যান্ড এখনও সহযোগী দেশগুলোর একটি। সেই হিসাবেও বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেশি বলে মত দেবেন অনেকে। তবে ক্রিকেট দুলাচলের খেলা। এখানে যে কোনো দল যেমন জয় পেতে পারে তেমনি হারতেও পারে, হোক তারা শক্তিশালী কিংবা দুর্বল।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

১. লিটন দাস ২. সৌম্য সরকার ৩. সাকিব আল হাসান ৪.মুশফিকুর রহিম ৫. মাহমুদউল্লাহ রিয়াদ ৬. আফিফ হোসেন ৭. নুরুল হাসান সোহান ৮. মেহেদী হাসান ৯. সাইফউদ্দিন ১০. তাসকিন আহমেদ ও ১১. মুস্তাফিজুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।