
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দেশে ফিরেছেন।
রোববার, ১৭ অক্টোবর সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতালির রোমে অনুষ্ঠিত ‘প্রি-কপ২৬ পার্লামেন্টারি মিটিং’ এবং রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ‘থার্ড ইউরেশিয়ান উইমেন্স ফোরাম’-এ অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন তিনি।
উল্লেখ্য, স্পিকারের নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, আবিদা আনজুম মিতা এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন দেশে ফিরেছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ৭ অক্টোবর রাত ১টা ৪০ মিনিটে ইতালির রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।