ঢাকাশনিবার , ১৬ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

চারটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব

Arifuzman Arif
অক্টোবর ১৬, ২০২১ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সর্বশেষ টি-২০ সিরিজেই হয়ে যেতে পারতো রেকর্ড। শ্রীলংকার লাসিথ মালিঙ্গাকে (৮৪ ম্যাচে ১০৭ উইকেট) টপকে সর্বাধিক উইকেট শিকারী বোলার হিসেবে ইতিহাস রচনা করতে পারতেন সাকিব আল হাসান।

তবে মালিঙ্গার চেয়ে ১ উইকেট পিছিয়ে থেকে সিরিজ শেষ করেছেন সাকিব। সাকিবের সামনে লক্ষ্য ছিল আরও দুটি। ২ উইকেটে পেলে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেটের মাইলস্টোনটা পূর্ণ হতো তার।

তামিমকে টপকে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান সংগ্রাহক সাকিব হোমে পর পর ২টি সিরিজে পিছিয়ে পড়েছেন। সাকিবকে ( ৮৮ ম্যাচে ১৭৬৩ রান) টপকে এখন মাহমুদউল্লাহ (১০২ ম্যাচে ১৭৭১ রান) উঠে গেছেন শীর্ষে। টি-২০ বিশ্বকাপে এই তিনটি রেকর্ডের হাতছানি সাকিবের সামনে।

৯ রান করতে পারলে মাহমুদউল্লাহকে যাবেন টপকে। ১ উইকেট পেলে ছুঁয়ে ফেলবেন মালিঙ্গাকে। ২ উইকেটে পেলে মালিঙ্গাকে যাবেন টপকে। তা সম্ভব হলেই ২৩তম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬শ’ উইকেট ক্লাবের সদস্যপদ পাবেন সাকিব।
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের দুই ডিপার্টমেন্টেই সেরা সাকিব। ২৫ ম্যাচে ৫৬৭ রানের পাশে উইকেট তার ৩০টি। টি-২০ বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারী বোলারদের মধ্যে এখন সাকিবের অবস্থান যৌথভাবে ৫ম। সবার উপরে পাকিস্তানের শহীদ আফ্রিদির শিকার সংখ্যা ৩৯টি।

ওমান-সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপে ৯ টি উইকেট পেলে ছুঁয়ে ফেলবেন আফ্রিদিকে । ১০ টি উইকেট পেলে ছাড়িয়ে যাবেন সবাইকে। সুপার-১২ এ উঠতে পারলে টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সংখ্যা হবে ৮টি (প্রথম পর্বে ৩টি, সুপার-১২ এ ৫টি)। সর্বশেষ তিনটি আন্তর্জাতিক সিরিজের বোলিং ফর্ম ধরে রাখতে পারলে লক্ষ্যটা সাকিবের জন্য কঠিন কিছুই নয়।
২০১৯ বিশ্বকাপে অলরাউন্ড পারফরমেন্সে মাতিয়েছেন বিশ্ব। ৮ ম্যাচে ২ সেঞ্চুরি, ৫ ফিফটিতে ৮৬.৫৯ গড়ে করেছেন ৬০৬ রান। পাশে পেয়েছেন ৩৬.৩৬ গড়ে ১১ উইকেট। ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে এমন অলরাউন্ড পারফরমেন্স সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপেও অব্যহত থাকুক-এ প্রত্যাশা সাকিব ভক্তদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।