ঢাকাশুক্রবার , ১৫ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

করোনা শনাক্তের হার ২.০৯ শতাংশ

Arifuzman Arif
অক্টোবর ১৫, ২০২১ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার আরও কমেছে। এসময় সরকারি-বেসরকারি ৮২৯টি ল্যাবরেটরিতে ১৯ হাজার তিনজনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৮ হাজার ৯৮০ জনের নমুনা।

নমুনা পরীক্ষায় নতুন করে ৩৯৬ জন করোনা রোগী শনাক্ত হয়। ফলে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক শূন্য ৯ শতাংশ।

এর আগে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। সেদিন থেকে নিয়ে এখন পর্যন্ত এক কোটি ৬১ হাজার ২৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয় ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জনের।

১৫ অক্টোবর পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্ত রোগীর হার ১৫ দশমিক ৫৫ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সারাদেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ চারজন ও নারী পাঁচজন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৭৪৬ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।