ঢাকাশুক্রবার , ১৫ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

হার দিয়ে শ্রীলংকা সফর শুরু অনূর্ধ্ব-১৯ দলের

Arifuzman Arif
অক্টোবর ১৫, ২০২১ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল : ২২৮/৯ (৫০.০ ওভারে)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ১৮৬/১০ (৪৬.২ ওভারে)
ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪২ রানে পরাজিত।

শ্রীলংকা সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের শুরুটা ভাল হয়নি। ডাম্বুলায় ৫ ম্যাচের প্রথম ওয়ানডেতে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪২ রানে।

টসে হেরে ফিল্ডিংয়ে নেমে স্বাগতিক দলকে ভালই চেপে ধরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বোলাররা।

রিপন মন্ডল (৩/৫৯) এবং আশিকুরের (২/৪৩) বোলিংয়ে শ্রীলংকাকে ২২৮/৯ স্কোরে আটকে ফেলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।  পাথিরাজা করেছেন সর্বোচ্চ ৬৭ রান।
টার্গেটটা বড় নয়, মাত্র ২২৯। তবে টপ অর্ডারদের ব্যর্থতায় শুরুতেই ব্যাকফুটে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এক পর্যায়ে স্কোর যখন ৩৫/৪, তখন বড় ব্যবধানে হারের শঙ্কা ও করেছিল।

আরিফুলকে সঙ্গে নিয়ে ৫ম উইকেট জুটির ৭০ রানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে লড়াইয়ে ফিরিয়েছিলেন এইচ মোল্লা। তবে ১০৫ থেকে ১৩৫-এই ৩০ রানে ৪ উইকেট পড়ে গেলে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।

এক এন্ড আগলে রেখে একাই লড়াই করেছিলেন এইচ মোল্লা। ৪৭তম ওভারে মালিঙ্গার অ্যাকশন ক্লোন পাথিরানার বলে রিটার্ন ক্যাচ দিয়ে এইচ মোল্লা ফিরে গেলে (৯৩ বলে ৯ চার-এ ৮৬) রণে-ভঙ্গ দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

এই ম্যাচে ৩ ব্যাটসম্যান ছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কেউ ডাবল ফিগারের নাগাল পায়নি। ৩ জন থেমেছেন ০-তে।

শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের বোলার ত্রিভিন ম্যাথুউজ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে নামিয়েছেন ব্যাকফুটে (১০-০-২৯-৪)। শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের ৬ ক্রিকেটারের এদিন ইয়ুথ ওডিআই ম্যাচে অভিষেক হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।