
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মূত্রনালীর সংক্রমণের কারণে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তবে ক্লিনটন সম্পূর্ণ করোনামুক্ত আছেন। খবর সিএনএন।
ইউসি ইরভিন মেডিক্যাল সেন্টারে স্থানীয় সময় মঙ্গলবার ভর্তি হন বিল ক্লিনটন। তবে ৭৫ বছর বয়সী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট সুস্থ ও প্রাণবন্ত আছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র অ্যাঞ্জেল ইউরেনা।
সাবেক মার্কিন এই প্রেসিডেন্টের চিকিৎসক জানিয়েছেন, ক্লিনটন ভালো আছেন, পরিবার এবং কর্মীদের সাথে কথা বলছেন। আশা করছি তিনি শিগগিরই হাসপাতাল থেকে ছাড়া পাবেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট ১৯৯৩ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ২০০১ সালেই হোয়াইট হাউজ ত্যাগ করেন তিনি।
২০০৪ সালে বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের জটিলতা দেখা দিলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বাইপাস সার্জারি করা হয়। এরপর আরো বেশ কয়েকবার শারীরিক জটিলতার কারণে চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয় তাকে।