ঢাকাশুক্রবার , ১৫ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত-৪

Arifuzman Arif
অক্টোবর ১৫, ২০২১ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

মাগুরা জেলার সদর উপজেলার জগদল ইউনিয়নে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, রহমান মোল্লা (৫৫), সবুর মোল্লা (৫২), কবির মোল্লা (৫০) ও ইমরান, হোসেন (২৫)।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকালে ৫টার দিকে উপজেলার দক্ষিণ জগদল গ্রামে সংঘর্ষ হয়।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, সদরের জগদল ইউনিয়নের ৩ নং ইউনিয়নের বর্তমান মেম্বর নজরুর ইসলাম ও সবুর মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে।

এ বিরোধের এক পর্যায়ে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনে সবুব মোল্লার পক্ষে সৈয়দ হাসানকে একই ওয়ার্ডে মেম্বর প্রার্থী ঘোষণা করা হয়।

যা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে শুক্রবার বিকালে দক্ষিণ জগদল এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

এ সময় উভয় পক্ষ প্রতিপক্ষের ওপর ধারোলো অস্ত্র লাঠিশোঠা নিয়ে হামলা চালায়।

এ হামলায় পাল্টা হামলায় ঘটনাস্থলেই চারজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম চারজন নিহত ও ২০ জন আহত হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদেরও গ্রেফতারে অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।