ঢাকাশুক্রবার , ১৫ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

পরিচর্যার অভাবে ইতিমধ্যে হারিয়ে গেছে বাগেরহাটের অনেক মূল্যবান পুরাকীর্তি

Arifuzman Arif
অক্টোবর ১৫, ২০২১ ৬:২২ পূর্বাহ্ণ
Link Copied!

মধ্যযুগের খলিফাতাবাদ থেকে আজকের বাগেরহাট। এখানে রয়েছে প্রায় ৬ শত বছর আগের নানা পুরাকীর্তি। যা ১৯৮৫ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে তালিকাভুক্ত করেছে। তবে পরিচর্যার অভাবে ইতিমধ্যে হারিয়ে গেছে অনেক মূল্যবান পুরাকীর্তি।

বাগেরহাট দেশের অন্যতম প্রাচীন শহর। এ শহরের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও পরিকল্পিত নগর গড়ে ওঠার সাথে ওতোপ্রতোভাবে জড়িয়ে আছে আধ্যাত্মিক পীর খান জাহান আলীর নাম। তার নির্মিত ইসলামী স্থাপত্য রীতির মসজিদগুলোর জন্যই ১৯৮৫ সালে বাগেরহাটকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে ইউনেস্কো।

ঐতিহ্যবাহী এই শহরেই খানজাহান আলী নির্মাণ করেন বিশ্বখ্যাত ষাট গম্বুজ মসজিদ, নয় গম্বুজ মসজিদ ও বিবি বেগনী মসজিদসহ বহু স্থাপনা। পানির সংকট নিরসনে খনন করেছিলেন ৩৬০টি পুকুর ও দীঘি। গড়ে তুলেছিলেন নাগরিক সুবিধাসম্বলিত এক পরিকল্পিত শহর।

৬শ’ বছর আগে খানজাহান আলীর নির্মিত পুরাকীর্তিগুলো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হলেও সেটা সেইভাবে পরিচিতি লাভ করেনি। সংরক্ষণেও ছিলোনা উলে­খযোগ্য কোন উদ্যোগ। ফলে হারিয়ে গেছে যশোর থেকে বাগেরহাট হয়ে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত প্রাচীন সড়ক, ৩৫ গম্বুজ বিশিষ্ট মসজিদসহ বহু পুরাকীর্তি। অনেক স্থাপনাই আবার ধ্বংসের হুমকিতে আছে।

তবে এসব পুরাকীর্তি সংরক্ষণে প্রত্নতত্ব বিভাগ কাজ করছে বলে জানালেন বাগেরহাট জাদুঘরের এই কর্মকর্তা। ষাটগুম্বুজ মসজিদ ও খানজাহান আলী মাজার ছাড়াও সুলতানী আমলের আরও যেসব গুরুত্বপুর্ণ পুরাকীর্তি আছে সেগুলো সংরক্ষনের দাবি জানিয়েছে স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।