চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় মিল্টন (২৬) নামে পানিতে ডুবে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার ঘোষবিলা গ্রামের কুমার নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মিল্টন আলী একই ঘোষবিলা গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির পাশের কুমার নদে গোসল করতে যান মিল্টন। পরে আর বাড়ি ফেরেননি। তাকে কুমার নদে খোঁজাখুঁজি করা হয়। এক পর্যায়ে তার মরদেহ পাওয়া যায়।
আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।